| মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : রাতের বেলা কখনো শোনা যাচ্ছে নূপুরের শব্দ, কখনোবা দেওয়ালে দেখা যাচ্ছে অদ্ভুত ছায়া। কারো কারো দাবি, লম্বা চুল, সাদা শাড়িতে এক রমণীকে গভীর রাতে তারা দেখতে পান। সেই সঙ্গে বিকট এক আওয়াজ অনেকেরই রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক জেলে ভূতের এমন উৎপাতে অতিষ্ঠ বন্দিরা। ‘অশরীরী’কে তাড়াতে নাকানি-চুবানি খাচ্ছে জেল কর্তৃপক্ষও!
কল্যাণ জেলের ৩৫ বছর বয়সী এক নারী বন্দি অভিযোগ করেন, প্রতিরাতেই তিনি অনুভব করেন যে, শীতল হাত তার গলা চেপে ধরছে। এর পরই ঘুম ভেঙে যায়। কিন্তু জেগে তিনি আর কিছুই দেখেন না। অনেকবার দেখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
জেল সুপারিনটেনডেন্ট অরুণা মুগুত্রা অবশ্য বলছেন, ‘এগুলো হিস্টিরিয়ার লক্ষণ ছাড়া কিছুই নয়। কেউ একজন ভ‚ত দেখেছেন বলে দাবি করেছেন, তা শুনে বাকিরাও তা ছড়িয়ে বেড়াচ্ছেন। একবার আমি জেল চত্বরে গিয়ে দেখি বেশ কিছু নারী একজনের মাথায় জোরে জোরে আঘাত করছে। জিজ্ঞেস করতেই তারা জানায় ওই নারীকে ভ‚তে ধরেছে, তাই ঝাড়ফুঁক করা হচ্ছে।’
সম্প্রতি ভ‚তের উপদ্রবের কথা প্রচুর ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছে মহারাষ্ট্র জেল কর্তৃপক্ষ। স্থানীয় সেবক বর্মাদেত্তা পিমেন্টা ও মহারাষ্ট্রের অন্ধশ্রদ্ধা নির্মূল সমিতির বন্দনা সিন্দ্রে যৌথভাবে এই কুসংস্কার দূর করতে এগিয়ে এসেছেন। তারা একের পর এক ওয়ার্কশপ করে যাচ্ছেন বন্দিদের বোঝাতে। তাতে অবশ্য বিশেষ কোনো লাভ হয়নি। বন্দিদের বোঝালেও তারা বুঝতে চান না। কারণ তারা যুক্তি দিয়ে বিচার করতে পারেন না। সূত্র : আমাদের সময়
Posted ১২:৩৪ | মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain