| শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মোবারক হোসেন ভুঁইয়া, জেদ্দা থেকে : প্রবাসে নুতন প্রজন্মের কাছে এই চিরন্তর ঐতিহ্যকে তুলে ধরতে জেদ্দা কিলো আসারায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন,বৈশাখী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শীতের পিঠা প্রতিযোগিতা আয়োজন করে।স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদিআরব জেদ্দা শহরের কিলো আশারা গাছর আল হাদিকায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাহফুজ উর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারজাতুল আলম দিপুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন,জেদ্দা কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ড. নজরুল ইসলাম।
এই সময় আরও উপস্থিত ছিলেন,জেদ্দা বাংলাদেশ স্কুল (ইংরেজি) শাখার চেয়ারম্যান নেওয়ামুল বশির।বাংলা শাখার চেয়ারম্যান মার্শেল কবির পান্নু।ভাইস চেয়ারম্যান এ,কে আজাদ,কাজি নওফেল,ওয়াজি উল্লাহ, দেলোয়ার সরকার,সাহাবুদ্দিন,এম ওয়াই আলাউদ্দিন,গাজী শাহেদ রতন প্রমুখ।
পিঠা উৎসবের আয়োজক বৈশাখী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মাহফুর উর রহমান বলেন,এটি আমাদের ৪র্থ এই পিঠা উৎসব।এবারের স্লোগান-নবান্নের ঘ্রাণে পৌষ পার্বণে পিঠা উৎসবে মাতুক বাঙালী।পিঠা উৎসবে অংশ নেন,প্রবাসী বাংলাদেশী বিভিন্ন পরিবার।প্রতিযোগিতা অংশগ্রহণককারী পরিবার গুলো কে সার্বিক সহযোগিতা করেন,মারওয়া ওয়াজি উল্লাহ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশ নেন,জেদ্দার জনপ্রিয় শিল্পী মিজান,পুতুল,জুয়েল সহ আরও অনেকেই সঙ্গীত পরিবেশন।
Posted ১০:৪৮ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin