| রবিবার, ০৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
মোবারক হোসেন ভুঁইয়া, জেদ্দা থেকে : সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদ ও নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল জেদ্দার একটি একটি পিকনিক স্পটে অনুষ্ঠিত হয়।
ধান নদী খাল এই তিন মিলে বরিশাল। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল মধ্যান্যভোজ ছেলে মেয়েদের খেলাধুলা,উক্ত অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ ইউছুফ মাহমুদ ফরাজি, আবু তায়েব ও মিজানুর রহমান এর যৌথ পরিচালনায়, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াধ দুতাবাস মিশন উপ প্রধান ড. নজরুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ, এম,ভোরহন উদ্দিন, বিশেষ অতিথিগণের মধ্যে ছিলেন, সাইদুল ইসলাম, বাংলা স্কুল ব্যবস্থাপনা পরিষদ চেয়ারম্যান,মার্শেল কবির পান্নু, স্কুল ব্যবস্থাপনা পরিষদ চেয়ারম্যান, কাজী নেয়ামুল বশির, মোশারফ হোসেন, নজরুল ইসলাম, হুমায়ূন কবির, মীর মনিরুজামান তফন,রুমী সাঈদ, আনিসুর রহমান, জাকির হোসেন, আহমেদ এনাম কারী, বেলায়েত হোসেন, মনিরুল ইসলাম,আক্তারুজ্জামান, আসাদুজ্জামান, তোফায়েল আহমেদ, বদরুজ্জামান, আবু বক্কর কোরাইসী, সিদ্দিকুর রহমান, নাহিদ হোসেন, মাসুদ খান, মোঃ ইব্রাহিম খান,আমির হোসেন, সহ বিভিন্ন সমিতির নেত্রীবৃন্দ উপস্থিত সভাপতি তার সমাপনি বক্তব্য বলেন, অমন একটি সফল আয়োজনের জন্যে আগত সকল অতিথিদেরকে আন্তরিক ধন্যবাদ ও সমিতির সকল সদস্যদেরকে সহযোগিতার জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর পর নাচ-গানে ভরপুর এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।অনুষ্ঠান শেষে খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরুষকার তুলে দেওয়া হয়।
Posted ০৮:৫১ | রবিবার, ০৫ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin