| বুধবার, ২৮ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
দেশের পাশাপাশি ভারতেও চলছে নির্বাচনী আমেজ। এক্ষেত্রে নির্বাচন কমিশন ভারতে বেশ তৎপর। ভোট দিলে লটারির মাধ্যমে মোটরসাইকেল, স্মার্টফোন উপহার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে প্রার্থীরাও ছুটছেন ভোটারদের কাছে। ভোট পেতে নানা আশ্বাস দিচ্ছেন। এরই মধ্যে অভিনব কায়দায় ভোট চেয়ে আলোচনায় এসেছেন তেলেঙ্গনার এক নারী প্রার্থী।সূত্র জি নিউজ ও নিউজ টুয়েন্টিফোর।
প্রার্থীর নাম আকুলা হনুমন্থ ।তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তেলেঙ্গনায় বিধানসভা নির্বাচনে।
তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জুতো বিলি করছেন। না, শুধু পরার জন্য নয়, জয়ী হয়ে ভোটারদের আশা-আকাঙক্ষা পূরণে ব্যর্থ হলে সেই জুতো দিয়ে যেন তাকে পেটানো হয়- এমন কথাই বলছেন নামের ওই স্বতন্ত্র প্রার্থী।
বিষয়টি নজিরবিহীন হওয়ায় এরইমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন আকুলা। আগামী ৭ ডিসেম্বর নির্বাচন হচ্ছে।
আকুলা শুধু জুতাই নয়, ভোটারদের হাতে নিজের একটি আগাম পদত্যাগপত্রও দিয়ে রাখছেন আকুলা। উদ্দেশ্য একই, যাতে তার কাজ পছন্দ না হলে ভোটাররাই তার পদ কেড়ে নিতে পারেন।
তবে ভোটাররা আকুলাকে জুতাপেটা করার সুযোগ পাবেন কি না, তা অবশ্য সময়ই বলবে। কোরুটলা নামে যে কেন্দ্র থেকে তিনি লড়ছেন, সেখানকার বর্তমান বিধায়ক টিআরএস-এর কে বিদ্যাসাগর রাও। পর পর তিন বার ওই বিধানসভা থেকে নির্বাচিত হয়েছেন তিনি। ফলে আকুলার লড়াই অতটা সহজ নয়।তবে ইতোমধ্যে আকুলা অনেক ভোটারের মন জয় করেছেন এটি সত্য কথা। আমাদের সময় ডটকম
Posted ১৪:০৭ | বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain