| মঙ্গলবার, ০৫ জুন ২০১৮ | প্রিন্ট
স্বাধীনদেশ, ঢাকা : বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল (বিএসএইচ) কর্পোরেট চুক্তির আওতায় গ্লোবাল সোসাইটি ফর সাপ্লাই চেইন প্রফেশনাল (জিএসএসসিপি), বাংলাদেশ এর সদস্য ও তাদের পরিবারকে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই এমওইউ এর আওতায় জিএসএসসিপি’কে সব ধরনের প্যাথলজিকাল টেষ্ট, এক্সরে ব্যতীত রেডিওলজি টেষ্ট ও বেড চার্জে বিশেষ রেয়াতি সুবিধা দেবে বিএসএইচ।
গত ২ জুন ঢাকার শ্যামলীস্থ বিএসএইচ কর্পোরেট অফিসে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিএসএইচ এর পরিচালক অপারেশন ডা. আহমেদ জাহিদ হোসেন, মানব সম্পদ বিভাগের প্রধান এম সাজ্জাদ হোসাইন, ব্যবসা উন্নয়ন ও কর্পোরেট বিষয়ের বিভাগের প্রধান এম সামসুল ইসলাম (জিতু) এবং জিএসএসসিপি’র ভাইস প্রেসিডেন্ট সুরজিৎ মুখার্জি, জেনারেল সেক্রেটারি মনিকন্ঠ হাওলাদার ও ট্রেজারার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
ছবিতে এমওইউ স্বাক্ষরের পর গ্লোবাল সোসাইটি ফর সাপ্লাই চেইন প্রফেশনাল (জিএসএসসিপি), বাংলাদেশ এর (বামে) এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল (বিএসএইচ) এর (ডানে) দেখা যাচ্ছে।-সংবাদ বিজ্ঞপ্তি
Posted ১৩:০৫ | মঙ্গলবার, ০৫ জুন ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin