| শুক্রবার, ১০ মার্চ ২০১৭ | প্রিন্ট
জামান প্রতিনিধি জাঁকজমকভাবে জার্মান আওয়ামী লীগের আঞ্চলিক সংগঠন নর্থ রাইন ভেস্টফালিয়া শাখার কার্যালয় শুভ উদ্বোধন করেন বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। বন শহরের উপকণ্ঠে গত ৮ মার্চ প্রধান অতিথি, উপমন্ত্রী জ্যাকব আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই কার্যালয় উদ্বোধন করেন। এসময় তিনি বলেন বাংলার স্বাধীনতার সবচেয়ের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এই মার্চ মাসে এবং দেশের বাইরে আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে স্মৃতি বিজরিত জার্মানীতে আওয়ামীলীগের একটি কার্যালয় উদ্বোধন সত্যিই স্বাধীনতার পক্ষের শক্তিকে অনুপ্রাণিত করবে। এসময় জার্মান আওয়ামী লীগ এনআরডাব্লিউ শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক যুবরাজ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভার বিশেষ অতিথি জার্মান আওয়ামী লীগের সভাপতি এ.কে এম বশিরুল আলম চৌধুরী সাবু বলেন, জার্মান আওয়ামী লীগের প্রত্যেক শাখারই চেষ্টা থাকবে। এসময় বক্তব্য রাখেন এনআরডাব্লিউ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মহসিন রেজা এবং এনআরডাব্লিউ যুবলীগের আহ্বায়ক দিদারুল ইসলাম। এসময় হোসাইন আব্দুল হাই এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী চৌধুরী এবং এনআরডাব্লিউ আওয়ামী লীগের সহ-সভাপতি সগীর খান। অনুষ্ঠানে ইউরোপের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আব্দুল মুনিম সহ সমবেত জাতীয় সঙ্গীত এবং সৈয়দ শামসুল হক এর ‘আমার পরিচয়’ কবিতাটি আবৃত্তি করেন কবি ও আঁকিয়ে মীর জাবেদা ইয়াসমিন ইমি। দলীয় কার্যালয় উদ্বোধন শেষে উপমন্ত্রী জ্যাকব এবং অতিথিবৃন্দ বন নগরীর ডুইসডর্ফ এলাকায় অবস্থিত হাউজ অফ ইন্টেগ্রেশন পরিদর্শন করেন।
Posted ১২:৪৯ | শুক্রবার, ১০ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain