মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জার্মানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিকিউরিটি কনফারেন্সে যোগদান : বিএনপির বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন

  |   শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

জার্মানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিকিউরিটি কনফারেন্সে যোগদান : বিএনপির বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন

bnp-zarman

নিজস্ব প্রতিনিধি, জার্মান থেকে :  জার্মানিতে বিক্ষোভের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরকে ঘিরে জার্মান বিএনপির আয়োজনে প্রচন্ড মেঘ বৃষ্টির মধ্যেই ইউরোপ বিভিন্ন দেশের বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা সকাল থেকে নির্ধারিত কনফারেন্স হলের সামনে অবস্থান নিয়ে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় কালো পতাকা হাতে নিয়ে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জার্মানির এই চিত্র দেখা গেছে। বিক্ষোভের মধ্যেই জার্মানীর মিউনিখে সিকিউরিটি কনফারেন্স যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিকিউরিটি কনফারেন্স জার্মানির মিউনিখে শেখ হাসিনার অংশগ্রহণের প্রতিবাদে বেলজিয়াম বিএনপি জার্মানির মিউনিখ কনফারেন্স হলের সামনে শেখ হাসিনাকে কালো পতাকা প্রদর্শন করে। নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

924d3731-f647-4c9e-80fa-8cdeca7c6e6aবিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা তাদের বক্তব্যে বলেন, শেখ হাসিনা সিকিউরিটি কনফারেন্স অংশ নেওয়ার নামে দেশের সাধারণ জনগনকে অশান্তিতে রেখে দেশের টাকা অপচয় করে নিয়মিতভাবে দেশে দেশে ভ্রমণ করছেন । শেখ হাসিনার অবৈধ সরকারের দুঃশাসন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখন বিশ্বে সুপরিচিত। অথচ নির্লজ্জের মতো যে ইউরোপ আমেরিকা তাকে ও তার দলকে প্রত্যাখ্যান করেছে সেখানেও তিনি ভ্রমণ করতে আসেন। সঙ্গে নিয়ে আসেন শত শত আওয়ামী দালাল। এখন সময় শেখ হাসিনা ও তার সরকারকে প্রতিরোধ করার। দেশ শাসনের নামে দুঃশাসন ও বাকশাল প্রতিরোধ করার তারা ঘোষণা দেন।

জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া সাধারণ সম্পাদক গনী সরকার ও যুগ্ম-সম্পাদক মুস্তাক খানের ব্যবস্থাপনায় জার্মান বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশ যুক্তরাজ্য, ফ্রান্স,ইতালী,ডেনমার্ক,হলান্ড,অষ্ট্রিয়া,স্পেন,সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন,নরওয়ে বিএনপি নেতৃবৃন্দ গাড়ী বহর নিয়ে বিক্ষোভ সমাবেশ যোগ দেন।

বিক্ষোভ সমাবেশে ইউরোপ বিএনপির নেতারা তাদের বক্তব্যে বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে অশান্তিতে রেখে, গনত্রন্ত্রকে হত্যা করে এখন মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার নামে দেশের টাকা অপচয় করছেন। তাঁরা বলেন, ৫ জানুয়ারির ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা গনত্রন্ত্রকে হত্যা করেছে। তাঁরা বলেন, শেখ হাসিনার অবৈধ সরকারের দুঃশাসন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখন বিশ্বে সুপরিচিত। গনত্রন্ত্র ও মানবাধিকারের দেশ জার্মানিতে এমন একজন গনত্রন্ত্র হত্যাকারীর স্থান হতে পারে না বলে তারা মন্তব্য করেন। বিএনপির নেতারা বলেন এখন সময় শেখ হাসিনা ও তার সরকারকে প্রতিরোধ করার। শেখ হাসিনার সরকারকে অবৈধ উল্লেখ করে বিএনপির নেতারা দুঃশাসন ও বাকশাল প্রতিরোধ করার ঘোষণা দেন।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য: লন্ডন মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবেদ রাজা, শরিফ উদ্দিন বাবু, রহিম উদ্দিন, আলি আহমেদ, ডালিয়া লাকুরিয়া, জামাল আহ্মেদ, আবুল হোসেন, হাবিবুর রাহমান হাবিব, মনসুর, শাজাহান। ডেনমার্ক: সাধারন সম্পাদক ওমর ফারুক, বদিউজ্জান মামুন, সারোয়ার খান, রাসেল আহমেদ। ফিনল্যান্ড বিএনপির সহ সভাপতি আব্দুর রাশিদ, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান হিরক, যুব নেতা সামছুল গাজি। অষ্ট্রিয়া শেখ শামসুজ্জামান বাবুল, লিয়াকত আলি, আনিসুজ্জামান, মাসুদুর রহমান, সাবেক ছাত্র দল সভাপতি মাইদুল মিয়া। ইতালি বিএনপির সহ সভাপতি ইমদাদুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক কাম্রুজ্জামান রতন, ফাহিমা আক্তার মুকুল, আব্দুল আযিয। সুইজারল্যান্ড বিএনপি সাবেক সভাপতি মিজানুর রহমান, শেখ আনোয়ার, কাবির মোল্লা। ফ্রান্স হাজি হাবিব, জালাল পাটওয়ারি। সুইডেন বিএনপির সাধারন সম্পাদক মোহন, ডা রুবেল, মোহাম্মাদ লিংকন। বেলজিয়াম বিএনপির সাবেক সহ-সভাপতি আলী জাহাঙ্গীর ভিপি মোয়াজ্জেম হোসেন মাসুদ রানা শাহিন আহমদ ফারুক মোল্লা হারুন অর রশীদ হাসান লিটন স্পেন বিএনপি নেতা লুতফুর রহমান, গ্রিস বিএনপি সাবেক সভাপতি জুলহাস প্রমুখ।

জার্মানি বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা জিয়াউল হক বাবু, সহ সভাপতি সাইফুল করিম মজুমদার, যুবদল নেতা আনহার মিয়া, হাবিবুল্লাহ আল বাহার, শাহ আলম, শরিয়ত খান মিঠু, মোহাম্মাদ আলি জীবন, তুশার আহমেদ, বাডেনবুটেনবার্গ প্রদেশের সভাপতি আব্দুর রউফ চাকলাদার, জিয়া, খোরশেদ আলম হিরা, মিয়া মজিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা সেলি মিয়া, বার্লিন মহিলা দল নেত্রী আয়েশা বেগম শিল্পী, সাধারন সম্পাদক ববি, ছাত্র নেতা নুরুল পুন্য, হাসান ভুইয়া, নাযমুল হাসান প্রমুখ।

উলেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে জার্মানির মিউনিখে আছেন। শুক্রবার থেকে এ সম্মেলন শুরু হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১৯:১৬ | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com