জাবি প্রতিনিধি
: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত ও ভিসি প্যানেল নির্বাচনের-দাবিতে দুই প্রো-ভিসি অধ্যাপক আফসার আহমেদ, অধ্যাপক এমএ মতিন ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিককে তিন দিন ধরে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলন কারী শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এক্য ফোরাম।
বুধবার থেকে রাষ্ট্রপতির নির্দেশনা না মানায় তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অছাত্র এমফিল ও পিএইচডি গবেষকদের প্রার্থীতা বাতিলের দাবিতে জাকসু’র নির্বাচন কমিশনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে‘অনিয়ম বিরুদ্ধে আমরা শিক্ষার্থীবৃন্দ’।
শনিবারের মধ্যে দাবি না মানা হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
শুক্রবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের তিনশতাধিক শিক্ষার্থী এমফিল ও পিএইচডি গবেষকদের ভোটার ও প্রার্থীতার সুযোগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে তারা। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে, মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
Like this:
Like Loading...
Related