| মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
বিনোদন ডেস্ক : ৩৭তম জাপান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা বিদেশী ভাষার ছবি হিসেবে মনোনয়ন পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ছবি ‘থ্রি ইডিয়টস’।
একই ক্যাটাগরিতে ‘ক্যাপ্টেন ফিলিপস’, ‘জ্যাঙ্গো আনচেইনড’, ‘গ্রাভিটি’ ও ‘লা মিজারেবলস’ ছবিগুলোকেও মনোনয়ন দেয়া হয়েছে।
২০০৯ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ ছবিটির মূল চরিত্রে অভিনয় করেন আমির খান, কারিনা কাপুর খান, শারমান জোশি ও আর. মাধাভান।
ছবিটিতে ভারতীয় শিক্ষাব্যবস্থার সমালোচনা করা হয়েছে। জাপানে ‘থ্রি ইডিয়টস’ ছবিটি মুক্তি পায় গত বছরের জুনে।
নিপ্পন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অ্যাসোসিয়েশনের আয়োজনে ১৯৭৮ সাল প্রতি বছর নিয়মিতভাবে জাপান অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। চলচ্চিত্রের বিভিন্ন শাখায় অবদান রখার জন্য এই অ্যাওয়ার্ড দেয়া হয়।
এ বছর টোকিওর গ্রান্ড প্রিন্স হোটেলে ৭ মার্চ জাপান অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
Posted ১০:৩৪ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin