| রবিবার, ০৮ জুলাই ২০১৮ | প্রিন্ট
জাপানে টানা কয়েকদিনের প্রবল বষর্ণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে এবং এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে শতাধিক। রোববার দেশটির গণমাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে, কমপক্ষে আরো একদিন ভারি বৃষ্টিপাত হতে পারে এবং বেশ কয়কটি অঞ্চলে আঘাত আনতে পাড়ে।
এক টানা বৃষ্টিপাতের কারণে জাপানের মধ্য ও পশ্চিমাঞ্চলের ১৬ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। আরও ৩১ লাখ বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে চলে যেতে পরামর্শ দিয়েছে দেশটির অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। অনেক মানুষ বাড়ির ছাদে অবস্থান করছে। তাদের উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা।
জাপান আবহাওয়া সংস্থার একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেছেন,জাপানের ইতিহাসে এইবারই প্রথম এমন বৃষ্টিতাপের। একরাতের ব্যবধানে ৪৯ থেকে ৬৪ জনে দাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, বৃষ্টি এবং ভূমিধসের কারণে সৃষ্ট অন্যান্য দুর্যোগে তাৎক্ষণিক সহায়তা দিতে পুলিশ, অগ্নিনির্বাপন কর্মী ও আত্মরক্ষা বাহিনীর প্রায় ৪৮ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। রয়টার্স
Posted ১২:০৫ | রবিবার, ০৮ জুলাই ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain