মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা কে, এম, শামছুল হক আল-মামুনঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ তৃতীয় বারের মত হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজ এর সিনিয়র
শিক্ষক (শারীরিক শিক্ষা) ও সিনিয়র গ্রুপস্কাউট লিডার জনাব মোস্তাক আহাম্মদ। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অন্তর্গত শিমরাইল গ্রামের ঐতিহ্যবাহী হাজিবাড়ির মরহুম মোহাম্মদ আব্দুর রউফ ও মরহুমা মোসলেমা খাতুন এর সর্বকনিষ্ঠ সন্তান। তিনি ২০১৭ এবং ২০২২ সালেও জেলা পর্যায়ে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ২০১৮, ২০১৯ এ হয়েছেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক। ২০১৮ সাল থেকে তিনি বাংলাদেশ স্কাউটস মাধবপুর উপজেলা এর উপজেলা স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৩ সালে তিনি থাইল্যান্ড এ জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ২০১৫ সালে তিনি সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে শারীরিক শিক্ষা বিষয়ের প্রধান প্রশিক্ষক হিসেবে সিলেট ডিইও এবং হবিগঞ্জ ডিইও তে দায়িত্ব পালন করেছেন। তিনি ICT4E জেলা অ্যাম্বাসেডর। করোনা অতিমারীকালে তিনি সফলভাবে অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়ে গেছেন। তার অনলাইন ক্লাসগুলো শুধু দেশে নয় দেশের বাইরেও শেয়ার হয়েছে। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।