| মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার জন্মশতবার্ষীকি উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তার মূর্তি উন্মোচন করা হয়েছে। সোমবার মূর্তি উন্মোচন করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
এসময় গুতেরেস বলেন, ‘শান্তি, ক্ষমা, মানবিকতা, সহমর্মিতার প্রতীক হিসেবে রাষ্ট্রসঙ্ঘে ম্যান্ডেলার উচ্চ মর্যাদা রয়েছে’।
এদিন নেলসন ম্যান্ডেলার সম্মানার্থে শান্তি সম্মেলনের আয়োজন করা হয়। শান্তি সম্মেলন শেষেই জাতিসংঘের বার্ষিক সাধারণসভা শুরু হয়।
১৯১৮ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন তিনি। রাজনৈতিক জীবনে বহু বাধা বিপত্তির শিকার হয়েছেন ম্যান্ডেলা। তৎকালীন শেতাঙ্গ সরকার তাকে ২৭ বছর কারাগারে আটকে রেখেছিলো। ১৯৯০ সালে তাকে জাতিসংঘে স্বাগত জানানো হয়। ১৯৯৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০১৩ সালের ৫ ডিসেম্বর বিশ্বখ্যাত এই বর্ণবাদবিরোধী নেতা পাড়ি জমান না ফেরার দেশে।
Posted ১২:২৮ | মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain