নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে আহত হয়েছেন ২৯ জন যাত্রী।
আজ ভোর রাতে পাঁচবিবি-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের সকলেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী বলে জানা গেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানায়, বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে গেলে ২৯ জন যাত্রী আহত হন।
Posted ০৬:৫৫ | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain