| বুধবার, ১২ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১২ মার্চ : আগামী ১৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪। বাংলাদেশ এবারই প্রথম এত বড় আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট এককভাবে আয়োজন করতে যাচ্ছে। তাই কমতি নেই আয়োজক তিনটি ভেন্যু ঢাকা, সিলেট ও চট্টগ্রামকে রঙিন করে সাজাতে।
মূল পর্ব শুরু হওয়ার দুদিন আগে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। দেশী-বিদেশী শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে সফলভাবে এই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এই স্টেডিয়াম।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্টেডিয়ামে আসার পরই মূল অনুষ্ঠান শুরু হবে।
বিসিবি সেলিব্রেশন কনসার্ট নামে এক জমকালো কনসাটের্র আয়োজন করা হয়েছে।
আর এ কনসার্টে গানে গানে দর্শক মাতাতে মঞ্চে হাজির হতে যাচ্ছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ ও মমতাজ। এর সঙ্গে রয়েছে এ আর রহমান ও আর.এন্ড বি (রিদম এন্ড ব্লুজ) গায়ক অ্যাকন চমক।
মঞ্চ মাতিয়ে রাখতে থাকছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি, মাইলস, সোলস আর অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। এখানেই শেষ না। মঞ্চ মাতাতে আরো থাকছেন ভারতের জাভেদ আলী, সুনিধি চৌহান, উদিত নারায়ণ, শ্বেত আনন্দন শিবামনি, হরদীপ কৌর প্রমুখ।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে দেড় ঘণ্টা পারফর্ম করবেন এ আর রহমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত ৮০ জনের দল নিয়ে এই সঙ্গীত শিল্পী পারফর্ম করবেন। অন্যদিকে অ্যাকন মঞ্চে উঠবেন রাত ৯টা ১০ মিনিটে। ৪৫ মিনিট পারফর্ম করে ৯টা ৫৫ মিনিটে মঞ্চ ছাড়বেন তিনি।
যারা স্টেডিয়ামে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এ উদ্বোধনী অনুষ্ঠানটি দেখতে পারবেন না, তারা ঘরে বসে লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন বিটিভি ও চ্যানেল নাইনের পর্দায়।
Posted ১৪:০৫ | বুধবার, ১২ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin