| বুধবার, ১১ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পুরান ঢাকাকে কার্যত অচল করে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নয়াবাজার মোড়ে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-মাওয়া, গুলিস্তান-সদরঘাট, সদরঘাট-যাত্রবাড়ী মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরান ঢাকা। ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই’, ‘শেখ মুজিবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ তিতুমিরের বাংলায় কোটার ঠাঁই নাই। সূত্র : বাংলাদেশ প্রতিদিন
Posted ১৩:০৭ | বুধবার, ১১ এপ্রিল ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain