নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ কারো আস্ফালন, ঘোষণা কিংবা স্বপ্নে চলবে না। এই দেশ চলবে জনগণের ইচ্ছায়-ম্যান্ডেটে। মানুষ কারো অনৈতিক আস্ফালনে ভয় পায় না।
আজ রাজধানীর শেরেবাংলা নগরে মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। আমরা সামনের দিকে এগিয়ে যাবোই। বাংলাদেশ এগিয়ে যাবে। শেখ হাসিনা যতদিন আছেন ততদিন বাংলাদেশের এই গতি কেউ রুখতে পারবে না।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি বলছে আগামী ১০ ডিসেম্বর লাখ লাখ মানুষ রাজধানীতে নিয়ে আসবে। এরপর থেকে নাকি বাংলাদেশ তাদের নেতৃত্বেই চলবে। এমন আস্ফালন তারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই করে আসছে। কিন্তু বাস্তবে এ আস্ফালন-ঘোষণার কোনো প্রতিফলন তারা ঘটাতে পারেনি। তাই স্বাধীনতার অর্ধশত বছর পর পুরনো সুরে গান গেয়ে জনগণকে বোকা বানানো যাবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণকে, জনগণের ভোটকে। এ দেশের মানুষ আর কখনো ভুল করবে না। তারা আবারো নৌকা মার্কায় ভোট দেবে। আবারো আলোকিত হবে বাংলাদেশ। জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে আওয়ামী লীগ।
Posted ১৫:৩৩ | সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain