নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
শুক্রবার ছুটির দিনেও মেট্রোস্টেশনে ভোর থেকেই দেখা গেছে যাত্রীদের দীর্ঘ সারি। রাজধানীর গণপরিবহনে নতুন সংযোজন মেট্রোরেলে উঠতে ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন তারা। কেউ প্রয়োজনে, আবার কেউ এসেছেন শুধুই ভ্রমণের উদ্দেশ্যে।
আজ সকালে দিয়াবাড়ি ও আগারগাঁও, উভয় স্টেশনেই এমনটি দেখা গেছে। বৃহস্পতিবার সাধারণের জন্য চালু হয়েছে মেট্রোরেল। চালুর পর গতকাল ছিল যাত্রীদের দীর্ঘ লাইন। আজও ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন হাজারো মানুষ।
আগারগাঁও স্টেশনের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মাসুদুর রহিম জানান, সকাল আটটায় গেট খুলে দেওয়া হয়েছে। লাইনের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে বহুল প্রতীক্ষিত ও দেশের প্রথম মেট্রোরেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা ১টা ৩৯ মিনিটে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টিকিট কেটে ট্রেনে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Posted ০৩:৪০ | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain