| শুক্রবার, ১৬ মে ২০১৪ | প্রিন্ট
সন্ত্রাসবিরোধী যুদ্ধ, ছাত্রঐক্য ও লন্ডনে তারেক রহমানের ঔর্দ্বত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে যুক্তরাজ্য ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গাফফার চৌধুরী বলেছেন, তারেক রহমানের মতো দুর্নীতিবাজ এই লন্ডনে বসে উদ্ধর্ত্যপূর্ণ বক্তৃতা দেয়, ইতিহাসের বিকৃতি ঘটানোর অপচেষ্টা করে, আর ছাত্রলীগ এখনো নীরব বসে থাকে। আগেরকার ছাত্রনেতারা সতিকারের আদর্শের রাজনীতি করতেন। আমার মনে হয়, ছাত্রলীগ আজ হাইজ্যাক হয়ে গেছে।
তিনি সম্প্রতি লন্ডনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সিদ্দিকী নাজমুল আলমের কঠোর সমালোচনা করে বলেন, এরা যদি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক হয় তাহলে বাংলাদেশে ছাত্ররাজনীতির ভবিষ্যত কি?
যুক্তরাজ্য ছাত্রলীগের কর্মী সম্মেলন ও সদস্য সংগ্রহের ব্যাপারে গঠণতন্ত্র ফলো করা হয়নি বলেও মন্তব্য করেন আব্দুল গাফফার চৌধুরী। তিনি বলেন, ছাত্রলীগের কমিটি দেয়ার নামে লন্ডনে এসে তারা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেনি। তারা যুক্তরাজ্য আওয়ামী লীগকে না জানিয়ে ফেইসবুকে নাকি কমিটি দিয়ে গেছে? আমাকে মধ্যস্থতায় নিয়ে অপমানের চেষ্টা করেছে ছাত্রলীগের কেন্দ্র্রীয় দুই নেতা। আমার মনে হয় ছাত্রলীগে জামাত-শিবির ঢুকে পড়েছে । তা না হলে আদর্শের এ সংগঠনের নেতাদের অবস্থা এমন হবে কেনো ? অবিলম্বে ছাত্রলীগে শুদ্ধি অভিযান চালানো উচিত।
সোমবার ১২ মে লন্ডনের স্টিফোড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমদ।
সংগঠনের সাধারণ সম্পাদক ঝলক পালের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ সভাপতি শাহ আজিজুর রহমান, াংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলি, যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল, কৃষি বিষয়ক সম্পাদক আ্তাউর রহমান, লন্ডন মহানগর আওযামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, হিথরো আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদ, নিউহাম আওয়ামী লীগের সভাপতি মোবারক আলী প্রমূখ।
সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবন্দ ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ ও সাধারণ সম্পাদক ঝলক পালের নেতৃত্বে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবিরোধী যুদ্ধ, ছাত্রঐক্য রক্ষা ও দুর্নিতিবাজ তারেক রহমানকে লন্ডনে প্রতিহত করার আহবান জানান।
Posted ১০:১৮ | শুক্রবার, ১৬ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin