| বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১১ | প্রিন্ট
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলার চরম অবনতি, মানবাধিকারের চরম লঙ্ঘন নিয়ে সরকারের মোটেও মাথাব্যথা নেই। তারা বিচার বিভাগ ব্যবহার করে দেশকে সংবিধানশূন্য করছে এবং এই দুই বছর ধরে শুধু বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে।
গতকাল সকালে রাজধানীর মুক্তাঙ্গনে ঢাকা জেলা শাখা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ-সমাবেশে তিনি এসব কথা বলেন।
চেয়ারপার্সনের দুই ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলার বিচার কাজ তরান্বিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে হত্যার উদ্দেশ্যে অবরুদ্ধ, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল কবির পলকে হত্যা চেষ্টা এবং নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা জেলা ছাত্রদল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিচার বিভাগকে ব্যবহার করে চেয়ারপার্সনের দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নামে চেকে টাকা গ্রহণের প্রমাণসহ ১৮টি মামলা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সাড়ে ৬ হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে। খুন, ধর্ষণসহ আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের বিভিন্ন অপরাধের মামলা গণহারে প্রত্যাহার করা হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকার বিচার বিভাগকে ব্যবহার করে শুধু বিরোধী দলের নেতাকর্মীদের নয়, আড়িয়ল বিলের সাধারণ মানুষ, গুণী ব্যক্তি অধ্যাপক সিরাজুল ইসলাম, বিশ্ববরেণ্য ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করেছে। তাই এ সরকারের হাত থেকে জনগণের মুক্তির জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম জুয়েলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সমাজসেবাবিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুইয়া, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিনা সুলতানা, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন প্রমুখ বক্তৃতা করেন।
Posted ১২:০৫ | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১১
Swadhindesh -স্বাধীনদেশ | admin