| বুধবার, ০১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, লন্ডন : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৫ তম প্রতিষ্টাবার্ষিকীতে আমরা শ্রদ্ধার সাতে স্বরণ করি ছাত্রদলের প্রতিষ্টাতা নির্বাচিত সাধারণ সম্পাদক শহীদ মাহবুবুল হক বাবলু” সহ যতো সব ছাত্রনেতারা ৯০ স্বৈরাচার বিরুধী আন্দোলন থেকে শুরু করে ছাত্রদলকে প্রতিষ্টিত করতে গিয়ে আজ পর্যন্ত শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা আমাদের এই প্রিয় সংঘটন ছাত্রদলকে প্রতিষ্টা করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি |
তারই সাতে ৯০ স্বৈরাচার বিরুধী আন্দোলনের আরেক অকুতবয় ভীরসেনা, ছাত্রদলের সাবেক দ্বিতীয় নির্বাচিত সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক “এম ইলিয়াস আলীর” সন্দান চাই এবং রুহুল কবির রিজভি ভাই,শরাফত আলী শফু,শফিউল বারী বাবু সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানাচ্ছি | এবং পরিশেষে দেশের এই ক্রান্তিলগ্নে ছাত্রদল সহ সকল অঙ্গ সংঘটনকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে দরবার অহবান জানাই |
বিবৃতি দাতা সাবেক নেতৃবিন্দ হলেন নসরুল্লাহ খান জুনায়েদ, লুতফুর রহমান,শরিফুজ্জামান তপন,মাহফুজ শিপলু,এমদাদ হোসেন টিপু,মিস্বাহুজ্জামান সোহেল,সহিদুল ইসলাম মামুন,দেওয়ান মুকাদ্দেম চৌধরী নিয়াজ,তাজুল ইসলাম,আতিকুর রহমান চৌ: পাপ্পু,জাকির আহমেদ কবিরী,কামরুল ইসলাম কবিরী,হুমায়ুন কবির,আব্দুল মুকিত,তুফায়েল বাসিত থপু,কামাল আহমেদ,আব্দুল কাদির সমসু,রাজিভ আহমেদ,কামাল চৌধরী,আব্দুল হাই আতাউর,ইসতিয়াক আহমেদ দুদু,রেজাউল করিম সুহেল,আমিনুর রহমান আকরাম,হেলাল নাসিমুজ্জামান,আফজাল হোসেন,সহিদুল ইসলাম কয়েছ,জয়নাল আবেদিন,ইসলাম উদ্দিন,নিজাম উদ্দিন,তাহির রায়ান চৌধরী পাবেল,জসিম উদ্দিন সেলিম,আবুল হোসেন,এড: খলিলুর রহমান,এনামুল হক লিটন,সুরমান খান,দেলয়ার হোসেন দিপু,তানবীর আহমেদ,সৈযদ জাবেদ ইকবাল,সাব্বির আহমেদ সুঠন,ছৈয়দ মুরাদ আহমেদ,মিনহাজুর রহমান,মঞ্জুর আশরাফ খান,জুনায়েদ শাহরিয়ার রহমান,ইসতিয়াক আহমেদ চৌধরী,ইসলাম উদ্দিন,ফখরুল ইসলাম,নাসিম আহমেদ চৌধরী,সুরমান খান,তানবীর আহমেদ,খালেদ চৌধরী,জিয়াউল ইসলাম জিয়া,শানাজ আহমেদ,ওবায়দুল হোক এমাদ,আব্দুল গফফার গুটলু,কবিরুল হক কবির, শামিম তালুকদার,এ জে লিমন, নুরুল আলম রিপন,আব্দুস সত্তার ইমন,আব্দুল হামিদ খান সুমেদ প্রমুখ |
Posted ১৬:৩৩ | বুধবার, ০১ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin