| বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, লন্ডন : ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদির ভুইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব , সহ জাতীয় সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ও অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুক্তরাজ্য ‘জুয়েল-হাবিব’ মুক্তি পরিষদ ইউ’কের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক এবং জুয়েল-হাবিব’ মুক্তি পরিষদ ইউ’কের সন্মানিত আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম রিবলু ও পরিচালনা করেন ছাত্রনেতা আবু হেনা মোস্তফা কামাল,সাইফুল ইসলাম মিরাজ, এবং আবু নাসের শেখ ।
প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব জসিমউদ্দিন সেলিম ।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেট বিএনপির সভাপতি জনাব ইকবাল হোসেন দেলয়ার, বিশেষ অথিতি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক জনাব আহবাব হোসেন খান বাপ্পি, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ শামীম,যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার লিটন আফেন্দী, শাহীন আহমেদ, বিশিষ্ট ব্যবসাই সাব্বির বিকাশ,সাবেক ছাত্র নেতা মামুনুর রশিদ মামুন ,স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের অন্যতম সদস্যা ফাহমিদা মজিদ|
সভায় বক্তারা, জুয়েল-হাবিব সহ, বি.এন.পি স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, বি.এন.পি ও ১৮ দলীয় জোট ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং হাসিনা বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন ৷
বক্তারা তাদের বক্তব্যে আরো বলেন – রাজপথের সংগ্রামী সাহসী যুদ্ধা জুয়েল-হাবিবকে কারাবন্দী রেখে নির্যাতন করে ছাত্রদলের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না ৷ জুয়েল-হাবিবের উত্তরসরীরা রাজপথের আন্দোলনের মাধ্যমে নির্দলীয় তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ:বহাল করে, হাসিনাকে ক্ষমতাচুত্য করে নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনেতা জনাব তারেক রহমানের সরকার অর্থাৎ জনগনের সরকার প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ ৷
সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা জিল্লোর রহমান রওশন, সায়েদ এম ইসলাম রিপন, শরিফ সোহেল করিম, সরফু আহমেদ, রোটারি ইকবাল সুমন, মাহী চৌধুরী, সিদ্দিক আহমেদ, ফাহিম চৌধুরী, আসিফ-উল ইসলাম,শারিফ খান সোহাগ, এম আশরাফ, এমদাদুল হক, মনওয়ার হোসাইন, আমিরুল ইসলাম, তোফাইল আহমেদ আলম,সজীব আহমেদ, এমদাদুল হক, মনির আহমেদ, শিশির আহমেদ,সজীব সোহেল, মুকুল আহমেদ, মহিন, মাহফুজ,তায়েফ আহমেদ,সাইদুর রহমান বাবু, কায়ুম, রুবেল, রাসেল,সামসুজ্জামান,বাকি বিল্লাহ সুমন, সোহেল রানা, জুল আফরোজ, সায়েদ ,শেখ নাসির, জালাল উদ্দিন রনি, বাবু, ইয়াসীন আহমেদ,আক্তারুজ্জামান, জসিম উদ্দিন, কবির আহমেদ, সিহাম, তানভির, রাজু আহমেদ, মামুন হাসান,সালাম উদ্দিন,ফায়সাল,কমল, মুফ্ফাজাল হাসান, মাসুদ পারভেজ, মামুন, শাহিদ প্রমুখ ৷
সভায় উপস্থিতি – আপশহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত হাসিনা বিরোধী আন্দোলনের সকল কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন ৷
Posted ০৭:১১ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin