| বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : বিশেষ কৌশলে চা বানিয়ে দেখাচ্ছেন যুবক। তিনি স্পাইডারম্যান, ব্যাটম্যান বা সুপারম্যান নন; একজন সাধারণ চা-বিক্রেতা। কিন্তু এই মুহুর্তে সেই সাধারন চা-বিক্রেতা ‘সুপারহিরো’!
নিজের বিশেষ গুনে খবরের শিরোনামে উঠে এসেছেন ভারতের কেরালার পোন্নানির ‘দ্য চাপাটি ফ্যাক্টরি’ নামের রেস্তোরাঁর ওই চা-বিক্রেতা।
মেঘা মোহন নামের জনৈক টুইটার ব্যবহারকারী ৪০ সেকেন্ডের একটি ভিডিও টুইট করেন। তাতে দেখা যাচ্ছে আশ্চর্য কাণ্ড।
ভিডিওতে দেখা যাচ্ছে, চার গ্লাস চা টেবিলে রাখা রয়েছে। চায়ের গ্লাসে তিনটি স্তর রয়েছে; চা, ক্রিম আর ফেনা। চা তখনও ‘তৈরি’ নয়। এমন সময়েই তার আগমন। চায়ের গ্লাস টেনে নিয়ে হাতের এক বিশেষ ঝটকায় তিনি ‘তৈরি’ করে ফেললেন চা।
খেলা এই ‘ঝটকা’র মধ্যেই নিহিত। একে একে চার কাপ চাই তিনি তৈরি করেন একই প্রক্রিয়ায়। একটি ফোঁটাও বাইরে পড়েনি এই খেলায়। চা বানানোর এমন কৌশল আগে কেউ দেখেছেন বলে মনে হয় না।
সূত্র : যুগান্তর
Posted ১২:৩৩ | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain