বুধবার ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চাঁদাবাজি করতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

চাঁদাবাজি করতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক : ব্যবসায়ীদের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা বাজারে চাঁদাবাজি করতে আসবে তাদের ধরে খুঁটির সঙ্গে বেঁধে রাখুন। পরে পুলিশের হাতে তুলে দিন।

 

শুক্রবার  বিকেলে কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট এলাকার কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

 

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাজারে চাঁদাবাজি বন্ধ হয়নি। শুধু চাঁদাবাজদের মুখ বদল হয়েছে। প্রকাশ্যে না হলেও তারা নীরবে চাঁদা তুলছে। দিন-রাত বাজারের বিভিন্ন স্থানে এসব চাঁদাবাজি হয়। আমার কাছে এসব খবর আসছে।

 

তিনি বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা বাজারের সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছে, দীর্ঘদিনের এই সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা অনেক রক্ত ও লাশের বিনিময়ে একটি নতুন বাংলাদেশে পেয়েছি। চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটদের ঠাঁই এই মাটিতে হবে না। আমরা তাদের কঠোর হাতে দমন করব।

 

এ সময় ব্যবসায়ীদেরকে হাসনাত বলেন, আপনারা নিজেরা সিন্ডিকেট গড়বেন না, কোনো সিন্ডিকেটের কবলে পড়বেন না। সরাসরি কৃষকদের কাছ থেকে কাঁচামাল ক্রয় করে ভোক্তাদের হাতে ন্যায্যমূল্যে তুলে দিন। অতিরিক্ত মুনাফা করা থেকে বিরত থাকুন। দ্রব্যমূল্য মানুষের সহনীয় পর্যায়ে রাখুন।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির এই আহ্বায়ক বলেন, দেশ সংস্কারের কাজ চলছে, আমরা সবাই একে-অপরকে সহযোগিতার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে।

 

এ সময় হাসনাতের সঙ্গে দেবিদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

পরে সন্ধ্যায় গত ৪ আগস্ট নিহত শহীদ আবদুর রাজ্জাক রুবেল, শহীদ সাব্বির হোসেনসহ আন্দোলনে নিহত ও আহতদের বাড়িতে গিয়ে পরিবার-পরিজনদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:১২ | শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com