নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪ | প্রিন্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে চাঁদপুরে ‘রিমেম্বার দ্যা হিরোস’ কর্মসূচিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।
এর আগে বৃষ্টি উপেক্ষা করে দুপুর ৩টা থেকে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ওই এলাকায় সমবেত হয়ে স্লোগান দেয়। এ সময় পুলিশ তাদের মূল সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কর্মসূচি চলার সময় হঠাৎ বিকেল ৫টার দিকে অতর্কিতভাবে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলার শিকার হয়ে এবং হুড়াহুড়িতে পড়ে গিয়ে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুদীপ্ত রায় বলেন, ছাত্র আন্দোলনে এখন আর ছাত্ররা নেই। সেখানে অন্য গ্রুপ ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তারা আন্দোলনের নামে সরকারবিরোধী স্লোগান দিয়ে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। এখানে হঠাৎ করেই ছাত্রদের মধ্যে ঝামেলার চেষ্টা করছিল। কিন্তু পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন বলেন, ঘটনার পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে টহল জোরদার করা হয়েছে।
Posted ০৯:৫৯ | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain