নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট
চাঁদপুরে ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন কর্মসূচি চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিজয় মিছিল বের করে।
যেসব সড়কে ট্রাফিক পুলিশ নেই, সেখানে সুশৃঙ্খল যানবাহন চলাচলের দায়িত্ব পালন করেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা বাস স্টেশন, ইলিশ চত্বর, শপথ চত্বর, নতুনবাজার সহ বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করে।
এ সময় চালকদের মিনতি করে ট্রাফিক আইন মেনে চলতে তারা অনুরোধ জানান। এদিকে, সরকার পতনের দাবি আদায়ের আন্দোলন সংগ্রাম চলাকালে সড়কে থাকা আবর্জনা তারা দল বেধে পরিষ্কার করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে অপরিচ্ছন্ন সড়কগুলো তারা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। জেলার কোথাও যেন হামলা ও লুটপাট করা না হয়, সেলক্ষ্যে কোটা সংস্কার আন্দোলনের নেতারা মাইকিং করেন।
চাঁদপুরে কোটা সংস্কার আন্দোলনের সদস্যরা জানান, সোমবার সন্ধ্যা থেকেই আমরা ঘোষণা দিচ্ছি কেউ যাতে হামলা, লুটপাট না করে। আমরা স্বৈরাচার নই। আমাদের দেশ আমাদেরই পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। স্বৈরাচারদের ফেলে যাওয়া ক্ষতচিহ্ন আমাদের মুছে ফেলতে হবে।
Posted ০৭:৫৮ | বুধবার, ০৭ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain