| মঙ্গলবার, ২৫ মার্চ ২০১৪ | প্রিন্ট
২৫ মার্চ : ভারতীয় ও মারাঠি ছবির অভিনেত্রী নন্দা মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
প্রখ্যাত মারাঠি ছবির অভিনেতা ও পরিচালক বিনায়ক কর্ণাটক দামুদার তার বাবা ছিলেন। এ কারণে জন্ম সূত্রেই অভিনয় দক্ষতা ছিল নন্দার। ‘জাগ্গু’ ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় দিয়ে পা রাখেন রূপালী পর্দায়। এরপর তিনি ভি সান্তারাম প্রযোজিত ‘তুফান অর দিয়া’ নামক ছবিতে প্রথম প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ পান। ভাই-বোনের সুন্দর সম্পর্কের বন্ধনকে দারুণভবে ফুটিয়ে তোলার কারণে এ ছবিতে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়।
‘ভাবি’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে প্রথম ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছিলেন নন্দা। এটা তার কপালে না জুটলেও ১৯৬০ সালে ‘আচল’ ছবির জন্য একই ক্যাটাগরিতে ফিল্মফেয়ার এওয়ার্ড অর্জন করেন তিনি।
তার অভিনীত ছবির মধ্যে ধুল কা ফুল, দুলহান, ভাবি, জব জব ফুল খিলে, গুমনাম, শোর, পরিণীতা ছিল সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। সর্বশেষ ১৯৮৩ সালে ‘পদ্মমিনি’ এবং হৃষি কাপুরের সঙ্গে ‘প্রেম রোগ নামক’ ছবিতে অভিনয় করেছিলেন নন্দা।
Posted ১৩:৩৯ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin