নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | প্রিন্ট
সিলেট টেস্টে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জিতেছে শ্রীলংকা। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে সফরকারীদের নজর এখন চট্টগ্রাম টেস্টে। তবে এর আগে বড় ধাক্কা খেয়েছে লঙ্কানরা।
আগামী ৩০ মার্চ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে পেসার কাসুন রাজিথাকে পাবে না লঙ্কানরা।
ইনজুরির কারণেই মূলত চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন রাজিথা। তার পরিবর্তে চট্টগ্রাম টেস্টে খেলবেন আসিথা ফার্নান্ডো।
বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সেই বিবৃতিতে তারা বলেছে, ‘কাসুন রাজিথা দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য বিবেচিত হবেন না। কারণ তিনি পিঠের বাঁপাশের উপরের অংশে চোট পেয়েছেন। পুনর্বাসনের কাজ শুরু করতে কাসুন দেশে ফিরে আসবে।’
প্রসঙ্গত, সিলেট টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট শিকার করেছেন রাজিথা। এর মধ্যে প্রথম ইনিংসে তিন উইকেট আর দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ৫ উইকেট।
Posted ০৮:২১ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain