নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার আসামি নুরুল আবছারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে কর্ণফুলী থানার কুট্টাপাড়া নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল আবছার আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের হাজি জাফর আহাম্মদের ছেলে ও বৈরাগ এলাকার সাবেক ইউপি সদস্য।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, নুরুল আবছার মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলা ও চান্দগাঁও থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
Posted ০৮:৩৯ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain