সীতাকুন্ড(চট্টগ্রাম) : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে প্রথম দফায় বিপুল ভোটে জয়ী হয়েছেন আনারস প্রতীকের মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী (রাজু)। উপজেলা নির্বাচন অফিসার এই ফলাফল নিশ্চিত করেছেন। ৮ মে (বুধবার)চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সকাল আট টা থেকে বিকেল চার টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন সমন্বয়কারি কে এম রফিকুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় কোনো সমস্যার সৃষ্টি হয়নি।শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলা চেয়ারম্যান প্রার্থী আরিফুল আলম রাজু আনারস প্রতীকে প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৯৭৯৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিউদ্দিন আহমেদ মঞ্জুর প্রাপ্ত ভোট ১১১৮৬ । ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মহিউদ্দিন উড়োজাহাজ প্রতীকে প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৮০২০.তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জালাল আহমেদ টিউবওয়েল প্রতীকে প্রাপ্ত ভোট ১১২৩০ ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহিনুর আক্তার পদ্নফুল প্রতীকে প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৮৭৯২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শামীমা আক্তার হাস প্রতীকে প্রাপ্ত ভোট ৮৮০৯.. দ্বিতীয় নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামিদা আক্তার ফুটবল প্রতীক প্রাপ্ত ভোট ৫৬৩৭।উল্লেখ্য,সীতাকুণ্ডে মোট ভোটার সংখ্যা ৩২০১৯৩। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৭ হাজার ৩৮৩ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫০ হাজার ৭০৯ ও তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯২ ও বুথ রয়েছে ৬৮৭।
Like this:
Like Loading...
Related