নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৩ মে ২০২৩ | প্রিন্ট
শক্তি সঞ্চয় করে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। ঘূর্ণিঝড় মোখা সংক্রান্ত সেবা নিতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
শনিবার (১৩ মে) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে পুলিশ। মোখা সংক্রান্ত যেকোনো সেবা পেতে কাছের থানা অথবা ৯৯৯-এ যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-মিয়ানমার উত্তর উপকূল অতিক্রম করতে পারে। কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় শনিবার (১৩ মে) সন্ধ্যার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হতে পারে।
ঘূর্ণিঝড়টির বর্তমান গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। গতি আরও বাড়বে। উপকূলের কাছাকাছি এলে গতিবেগ বেড়ে ২০ পর্যন্ত হতে পারে। সিত্রাংয়ের সময় উপকূলে আঘাত হানার গতিবেগ ছিল ৫৬ কিলোমিটার। মোখাও উপকূলে এলে এর গতি ১৫ থেকে ২০ কিলোমিটারের মধ্যে চলে আসবে। ৬০০ কিলোমিটার দূরে থাকলেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি অতিক্রম করবে। সূএ :জাগোনিউজ২৪.কম
Posted ১৬:৩৪ | শনিবার, ১৩ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain