| বুধবার, ০৫ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
গ্লষ্টার প্রতিনিধি : খেলাফত মজলিস গ্লোস্টার শাখা কর্তৃক আয়োজিত হাইকোর্টের সামনে মূর্তি স্থাপন ও উলামায়ে কিরামদের উপর মিথ্যা মামলার প্রতিবাদে আলাচনা সভা অনুষ্টিত হয়। শাখার সভাপতি মাওলানা হাফিজ ওলীউররাহমানের সভাপতিত্বে ও আলহাজ্ব আব্দুল গণীর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস যুক্ত রাজ্য শাখার সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম,বিশেষ অতিথি আলহাজ্ব কারী আব্দুল মুকিত আজাদ সভাপতি মিডল্যান্ড ।
বক্তারা তাদের বক্তব্যে অনতি বিলম্বে হাইকোর্টের সামন থেকে মূর্তি সরিয়ে নেওয়া হোক এবং উলামায়ে কেরামদের উপর থেকে মিথ্যা মামলা ও গ্রেফতারী বন্ধ করা হোক।
এতে বক্তব্য রাখেন সৈয়্যদ কবীর আহমদ কবেন্ট্রী,হাফিজ মাওলানা হাবিবুররাহমান গ্লোস্টার মাওলানা হাফিজ শাহেদ বার্মিংহাম, মাওলানা হাফিজ হোসাইন আহমদ বার্মিংহাম
Posted ১০:১৬ | বুধবার, ০৫ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin