| বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক অনেক নেতাকর্মীর কোন খোঁজ নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গ্রেফতার-নির্যাতনের হিসাব কড়ায় গণ্ডায় নেয়া হবে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সংম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নজরুল ইসলাম বলেন, যাত্রীবিহীন নির্বাচনের গাড়ি যত দ্রুতই চালান তা নিয়ে কখনোই গন্তব্যে পৌঁছা সম্ভব হবে না।
নজরুল ইসলাম খান জানান, সফলভাবে অবরোধ পালন করায় ১৮ দলের সকল নেতাকর্মীদেরকে অভিনন্দন জানিয়েছেন বেগম খালেদা জিয়া।
Posted ০৩:০২ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin