| বুধবার, ০৯ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, ওল্ডহাম থেকেঃ জি এস সি নথর্ ওয়েষ্ট রিজিওনের স্বাধীনতা দিবস পালন ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত। গত ৩১শে মাচর্ রোজ সোমবার স্থানীয় ওল্ডহাম গ্রানভিউ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় জি, এস, সি নথর্ ওয়েষ্ট এর উদ্যাগে বাংলাদেশে মহান স্বাধীনতা দিবস ও নতুন কমিটির অভিষেক জি এস সি নথর্ রিজিওনের সভাপতি সৈয়দ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম ও মোঃ গোলাম মোস্তুফার যৌথ সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলায়ত করেন হাজি মোঃ উল্লাহ ।
আলোচনার শুরুতেই শুভেচ্ছা বক্তোব্য রাখেন জিএস সি নথর্ রিজিওনের চেয়ার সৈয়দ মুজিবুর রহমান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জিএস সির কেন্দ্রীয় চেয়ারপারচন জনাব নরুল ইসলাম মাহবুব কেন্দ্রীয় সেত্রেটারী সৈয়দ এ কাইয়ুম কাউসার, কে এম আবু তাহের , বাংলাদেশের সহকারী দূত জকি আহাদ, বিমানের ম্যানচেষ্টারের শাখার ম্যানেজার কাজী আবদুল জলিল , সৈয়দ খালেদ মিয়া ওয়ালিদ, সুরাবুর রহমান, ফয়জুর রহমান,গোলাম মোস্তফা ত্রমবিই, কাউন্সিলার মন্তাজ আলী আজাদ কাউন্সিলার ফজলুল হক, কাউন্সিলার ইদুমিয়া নানু মিয়া আব্দুল মতিন , মুহিবুর রহমান হাজি মুক্তার আলী সহ প্রমুখ
বক্তারা বলেন একটি জাতির স্বাধীনতা ইতিহাস তুলে ধরতে হলে ঘটনার পিচুনের ঘটনা ও জনসাধারন কে জানতে হয়, বুঝতে হবে । আমরা জানি স্বাধীন বাংলাদেশ হঠাৎ করে জম্ন নেয়নি। সুদীঘর্ দিনের আন্দোলন,সংগ্রাম,গণঅভু্যখান এবং স্বাধীনতা যুদ্ব এসব কিছুর ফলশ্রুতি আজকের সাবর্ভৌম বাংলাদেশের পে্রক্ষাপটে সভাই এক হয়ে কাজ করতে হবে । প্রবাসে আমরা সবাই বাংলাদেশী বিশেষ করে সিলেটিদের দাবী আদায়ে এক সাথে কাজ করার আহবান জানান অনুষ্টানে উপস্থিত মানচেষ্টাস্থ সহকারি হাইকমিশনার এর কাছে আমাদের অনেক সমস্যার কথা বলা হয় আমরা যখন হাইকমিশনে গেলে নানান ভাবে হয়রানীর সমুখীন হতে নো ভিসা লাগানুর সময় বলা হয় পাসফোটের ফটো কপি কারানোর জন্য অথচো আমাদের হাইকমিশনে কোন ফটো মিশিন নাই ।
নো ভিসা ফি্র বড় দের ৩২ পাউন্ড ১০বৎসর এর জন্য আর বাচ্ছাদের ক্ষেত্রে ৫বৎসর এর জন্য ৩২ পাউন্ড পে করতে হয় । বাচ্ছাদের ফি্র কানোর দাবি জানানো হয় হাইকমিশনার আমাদের আশ্চাস দেন যথাযত কতৃর্ পক্ষের সাথে আলোচনা কবেন । বিমান কেন মানচেষ্টার হতে যাত্রা বন্ধ করা হল জবাবে বিমানের ম্যানেজার বলেন তিনি কিছুই জানেননা সকলের দাবি তিনি কৃর্তপক্ষের দৃষ্টি আকর্ষন করবেন প্রবাসীদের দাবির প্রতি সরকারের কাছে সব তাহার চেষ্টা অব্যহত থাকবে। কেন্দ্রীয় সেত্রুটারি নতুন কমিউটির সভাই কে পরিচয় করিয়ে দেন । পরে মনুজ্ঞ সাংস্থিতীক অনুষ্টানের মাধ্যমে সভার সমাপ্তী হয় ।
Posted ১০:৪৯ | বুধবার, ০৯ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin