| বুধবার, ১৩ জুন ২০১৮ | প্রিন্ট
ম্যানচেস্টার প্রতিনিধি : গ্রেটার ম্যানচেস্টার চুনারুঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছ। গত ১২ই জুন মঙ্গলবার ম্যানচেস্টারের স্থানীয় স্কুল হলে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ আতাউর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মিসবা উদ্দিন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবিদুর রহমান ও সৈয়দ মাহমুদুর রহমান বুলু।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট জামে মসজিদের সভাপতি আরজু মিয়া মাস্টার। প্রবিত্র কুরআন থেকে তেলায়াত করেন দারুস সালাম মসজিদের ইমাম ও খতীব আব্দুল মালিক আল মহসিন। গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেযারম্যান আব্দুল নাসের ওয়াহাব, খন্দকার ট্রাষ্টের সভাপতি সূফী খন্দকার, বাংলা কাগজ এর ডিরেক্টর রহুল আমিন চৌধুরী মামুন, নর্থ ইংল্যান্ড টিভি জারনালিস্ট এর সভাপতি সৈয়দ সাদেক আহমেদ, শাহপরান জামে মসজিদ এর চেয়ারম্যান আবুল কাসেম, ব্যবসায়ী কাসেম আলী তাহিদ,
সায়েস্থাগঞ্জ এসোসিয়েশন ইউকে সভাপতি মীর গোলাম মোস্তফা, মৌলভীবাজার এসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদ, হবিগঞ্জ জেলা ওয়েলফেয়ারের সেক্রেটারি গাওছুল ইমাম চৌধুরী সুজন, নবীগঞ্জ ওয়েলফেয়ার এর সভাপতি হারুন মিয়া, জিএমবি এর সাংস্কৃতিক সম্পাদক শফিক মিয়া, সামসুদ্দিন চৌধুরী ফয়সল, চুনারুঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ট্রেজারার এটিএন বাংলা ম্যানচেস্টার প্রতিনিধি ফুরকানুর রহমান চৌধুরী সাগর, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাদিউর রহমান, সৈয়দ আমিনুর রশিদ খোকন, ইফতেকার আহমেদ ইবলুল, এমজি তালুকদার সুমন, জাফর নিয়াজ, আকিকুর রহমান রাজন, জামান আহমদ, মনসুর আহমেদ তোফায়েল, ইমন তরফদার, ফজলে এলাহী বাবর, জুনায়েদ ইবনে শাহেদ, মুক্তার মিয়া, আবুল হাসান, সৈয়দ হাসান, পাপ্পু চৌধুরী, হুমায়ুন মুসা, আব্দুল মুনিম সোহেল, জোহা হাবীবুল্লাহ জেএমজি কার্গো ম্যানচেস্টার, জাহিদ চৌধুরী, বাবুল খান, আফরোজ আলী, সুমন চৌধুরী, সান্ত চৌধুরী, মুহাম্মদ হারুন প্রমুখ।
মাহফিলে সংগঠনের পক্ষ থেকে চুনারুঘাট সদরে নবনির্মিত মসজিদের সহজুগিতায় গ্রেটার ম্যানচেস্টারে বসবাসরত প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।
Posted ০৮:৪২ | বুধবার, ১৩ জুন ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin