| রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
ম্যানচেষ্টার প্রতিনিধ : যুক্তরাজ্য রচডেল হবিগন্জ প্রবাসী কর্তৃক আয়োজিত “গ্রেটার ম্যানচেষ্টার হবিগন্জ ডিষ্টিক ওয়েলফেয়ার এসোসিয়েশনের” নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ৩১শে জানুয়ারী রোজ বুধবার স্হানীয় রচডেল বাংলাদেশ এসোসিয়েশন ও কমিউনিটি প্রজেক্ট (বি,এ,সি,পি) হলে।
হবিগন্জের প্রবীণ মুরুব্বি আল-আমিন মসজিদের ইমাম মাওলানা আব্দুস সুবহান সাহেবের সভাপতিত্বে ও মোহাম্মাদ মিলাদুর রহমান এর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, রচডেল জালালিয়া মসজিদের সম্মানিত প্রধান ইমাম মাওলানা মো: সাজাহান চৌধুরী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – সংগঠনের চেয়ারম্যান জনাব আব্দুল নাসের ওয়াহাব , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি গাউসুল ইমাম চৌধুরী সুজন, মো: আরোছ মিয়া, কাউন্সিলর সৈয়দ আলী আহমেদ ও মাওলানা সাজাহান চৌধুরী। বক্তব্য রাখেন – মো: আব্দাল মিয়া, মো: মনোহর আলী, মো: আব্দুল আহাদ, মো: শামীম তালুকদার, মির্জা মো: আছকির বেগ, মো: আরোছ মিয়া, সৈয়দ আলী আহমেদ, বি,এ,সি,পির চেয়ারম্যান মো: মহিবুর রহমান, আব্দুল মতিন, ফারুক মিয়া, সৈয়দ আবু আব্দুললা প্রমুখ।
সভায় উপস্থিত রচডেল কমিউনিটি ব্যাক্তিত্ব মো: সুহেল মিয়া, মো: আব্দুল বাছিত, মো: বসির আহমেদ, চ্যানেল আই প্রতিনিধি মো: বদরুল আহমেদ, মো: মহসিন আহমেদ, মো: সাহজাহান সুমন, মো: ছদরুল ইসলাম, হাজী মো: আব্দর রব, মো: আবু বকর, মো: সেলিম উদ্দিন, মো: আনহার মিয়া, মো: হোসাইন আহমেদ, মো: ফারুক আলী, মো: গজমবর আলী, মো: মাসুদ আহমেদ, মো: টিপু আহমেদ সহ অনেকে।
সভাপতির বক্তিতায় বলেন, হবিগন্জের আর্তমানবতার কল্যাণে গঠিত সংগঠনটি সুদূর প্রসারী করার জন্য গ্রেটার মানচেষ্টারের বিভিন্ন টাউনে মতবিনিময় সভাকরে সকলকে অবহিত করবেন এবং আগামীতে যুক্তরাজ্যে হবিগন্জ প্রবাসীদের নিয়ে বৃহত আকারে মিলন মেলা করবেন বলে সকলকে অবহিত করেন।
Posted ১১:৫২ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin