| রবিবার, ১৩ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
জামান সরকার : বিএনপির হাইকমান্ডের নির্দেশে ব্যাক্তি সংকীর্ণতার উর্ধ্বে উঠে দলের বৃহত্তর স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াসে দলীয় কোন্দলের অবসান হয়ে গেল গ্রীস বিএনপিতে। ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাকর্মীদের সমন্বয়ে উভয় গ্রুপ মিলেমিশে ঘোষনা করল ঐক্যবদ্ধ গ্রীস বিএনপির ৩৫ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি। আর এ কমিটি ঘোষনার মধ্য দিয়ে গ্রীস বিএনপি রূপ নিল গোটা ইউরোপের একটি অন্যতম শক্তিশালী সংগঠনের।
সর্ব ইউরোপ বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহমেদ জিন্টুর উপস্থিতিতে গ্রীসের রাজধানী এথেন্সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রীস শাখার সব গ্রুপের নেতাকর্মীদের সমন্বয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় সর্বসম্মতিক্রমে গ্রীস বিএনপিসহ দলের সকল অংগ সংগঠনের কমিটি স্থগিত ঘোষনা করে ৩৫ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। তাছাড়া নবগঠিত সমন্বয় কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে গ্রীস বিএনপির ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী কার্যকরী পরিষদ গঠনের দায়িত্ব প্রদান করা হয়।
সমন্বয় কমিটির সদস্যরা হলেনঃ ইঞ্জিনিয়ার চন্দন উদ্দিন চৌধূরী, আনোয়ার হোসেন, সরকার নিজাম উদ্দিন, জিএম মোখলেসুর রহমান, জাকির হোসেন, মোঃ জুলহাস মিয়া, ইদ্রিছ আলি আজিজ, সোলাইমান মাষ্টার, জাহাংগীর আলম মুন্সি, মোঃ মোতাব্বির,মোহাম্মেদ আলী লিটন, আশরাফ উদ্দিন টিপু ঠাকুর, ফারুক মিয়া, মোকলেছুর রহমান তোতা, আলম সাইদুল, আবদূর রাজ্জাক টিপু,জাহাংগীর আলম বিপ্লব, হাফেজ আহমেদ, জসিম উদ্দিন সরকার, মিজানুর রহমান মুন্সি, লোকমান মাতব্বর, ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ, মোঃ বাতেন মিয়া, মোঃ শাহানুর রিপন, ওসমান গণি কামাল, সিদ্দিকুর রহমান, লোকমান বাদশাহ, মাসুদ মোল্লা, সাইদ আলি মোল্লা, সারওয়ার হোসেন, ইসমাইল হোসেন রানা, জাহাঙ্গীর আলম মিলন, জহির ডাকুয়া ও জুয়েল মাতুব্বর।
উল্লেখ্য, গ্রীসে বিএনপির দুইটি গ্রুপের মধ্যে দ্বন্ধের অবসান ও দলকে সুসংগঠিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে মহিউদ্দিন আহমেদ জিন্টু গত সপ্তাহে গ্রীসে সাংগঠনিক সফর করেন।
Posted ১০:০৫ | রবিবার, ১৩ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin