| রবিবার, ১১ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্যাটকো মামলার আসামী গ্যাটকো ( গ্লোবাল এগ্রোট্রেড ( প্রাঃ) কোম্পানী লিমিটেড ) এর পরিচালক সৈয়দ গালিব আহমেদ ও পরিচালক সৈয়দ তানভীর আহমেদ এর মামলা বাতিলের আবেদন শুনানী রবিবার ১১ নভেম্বর শেষ হয়েছে। রায় ঘোষণা কারা হবে ১৮ নভেম্বর। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে. এম. হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রায়ের এ তারিখ নির্ধারণ করেন ।
মামলা বাতিলের জন্য মহামান্য হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট এই বিষয়ে ২৯ জুলাই ২০০৮ সনে মামলাটি বাতিলের রুলনিশি জারী ও মামলার কার্যক্রম স্থগিত ও আসামীদের জামিন প্রদান করেন। যেই কারণে দীর্ঘ ১০ বৎসর মামলাটির ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ কার্যক্রম বন্ধ আছে।
অনভিজ্ঞ ও অদক্ষ গ্লোবাল এগ্রোট্রেড ( প্রাঃ) কোম্পানী লিমিটেডকে বেআইনি/ দূর্ণীতি / ক্ষমতার অপব্যবহার করে কাজটি পাইয়ে দিয়ে নিজ এবং অন্যদের মূল্যবান লাভ/ আর্থিক সুবিধা প্রদান করা করার মাধ্যমে সরকারের এক হাজার কোটি টাকা ক্ষতি সাধনের অপরাধে দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গত ২ সেপ্টেম্বর ২০০৭ সনে তেজগাঁ থানায় বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, তৎকালীন নৌ পরিবহন মন্রী আকবর হোসেন, তার ছেলে ইসমাইল হোসেন সায়মন, সৈয়দ গালিব আহমেদ, সৈয়দ তানভীর আহমেদ সহ ১৩ জনকে আসামি করে অত্র মামলাটি দায়ের করেন। পরে দুদকের উপ- পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা তদন্ত করে ১৩ মে ২০০৮ সনে ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘদিন মামলাটিতে স্থগিতাদেশ থাকায় বিশেষ আদালতে চার্জ শুনানি করাও সম্ভব হয়নি।
Posted ১৫:৩৪ | রবিবার, ১১ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain