নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
গুম-খুন ও নির্যাতন-নিপীড়ন করে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, বিএনপির কর্মসূচিতে জনসম্পৃক্ততা দেখে আওয়ামী লীগ বুঝে গেছে তাদের সময় শেষ, বিদায় নিতে হবে। তারা জনবিচ্ছিন্ন হয়ে এখন গুম-খুনের রাজনীতিতে মেতে উঠেছে।
রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলে।
সরকারের উদ্দেশে ডা. শাহাদাত বলেন, জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার নিয়ে অনেক ছিনিমিনি খেলছেন। জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। জনগণ জেগে উঠেছে। দুর্বার আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে।
গতকাল শনিবার পঞ্চগড়ের বোদায় গণমিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া স্থানীয় বিএনপি নেতা আব্দুর রশিদ আরফিনের গায়বানা জানাজা শেষে এ সমাবেশ করে চট্টগ্রাম মহানগর বিএনপি।
ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণকে সরকার ভয় পায়। এ সরকারের দুর্নীতি, দুঃশাসন, লুটপাটে দেশের জনগণ অতিষ্ঠ। জনগণ যখন রাজপথে নামতে শুরু করেছে, তখনই সরকার সারাদেশে গুম-খুনের রাজনীতি শুরু করেছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মো. জসিম ও নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।
Posted ১৪:৪৭ | রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain