| মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট
গিনির উত্তর-পূর্বাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনো অনেকে নিখোঁজ থাকায় নিহতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
পশ্চিম আফ্রিকার এই দেশটিতে গত রোববার (২ ফেব্রুয়ারি) সিগুইরি শহর থেকে ৩৫ কিলোমিটার দূরের উপশহর নরাসোবার ওই খনিতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট মার্কাস বঙ্গৌরা বলেন, যেহেতু স্থানীয়রা বলছে এখনও অনেকে নিখোঁজ রয়েছে, তাই নিহতদের সংখ্যা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
খনির কর্মীরা বলেন, আমরা বহুদিন ধরে এই খনিতে কাজ করছি। দুর্ঘটনার কোনো ঝুঁকি আমাদের চোখে পড়েনি। কিন্তু আকস্মিক এ দুর্ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছে।
খনিজসম্পদে সমৃদ্ধ গিনিতে প্রায়ই অবৈধভাবে খনি খুঁড়তে গিয়ে এমন দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষাকালে সেখানে কাজ করা খুব বিপদজ্জনক। গিনিতে স্বর্ণ, হীরা, বক্সাইট (অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক) এবং লৌহসম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে।
Posted ১৩:২৫ | মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain