নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
গাজীপুরে ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে প্রায় একঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ভৈরব রেলওয়ে পুলিশের ওসি রকিবুল হোসেন জানান, বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেস। ট্রেনটি গাজীপুরের পুবাইলের তালটিয়া এলাকায় পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সাময়িক সময়ের জন্য রাজধানীর সঙ্গে সিলেট ও চট্টগ্রামের সকল ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে সিলেটমুখী অপর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। ঘটনার পরপরই বিকল্প ইঞ্জিন টঙ্গী স্টেশন থেকে পাঠিয়ে ট্রেনটি স্টেশনে নিয়ে আসা হয়। পরে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সিলেট-ঢাকা রেল সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, ডাবল লাইন থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি, শুধুমাত্র ইঞ্জিন বিকল হওয়ায় এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে প্রায় ঘণ্টা খানেক থেমে ছিল।
Posted ০৬:৫২ | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain