নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪ | প্রিন্ট
গাজায় ইসরায়েলি বর্বর হত্যাযজ্ঞে প্রাণহানি বেড়ে ৩৮ হাজারে দাঁড়িয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৮ হাজার ১১ জনের প্রাণ গেছে।
অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় আহত হয়েছেন ৮৭ হাজার ৪৪৫ জন। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় এক হাজার ১৩৯ জনের প্রাণ গেছে। এছাড়া হামাস যোদ্ধারা অনেক ইসরায়েলিকে জিম্মি করে। তাদের অনেকে এখনো জিম্মি রয়েছেন।
অক্টোবরের ওই দিন থেকেই গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলির বাহিনীর স্থল, আকাশ ও নৌ হামলায় ফিলিস্তিনি ছিটমহল গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
Posted ০৯:১৩ | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain