রবিবার ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খোন্দকার দেলোয়ার হোসেন আর নেই

  |   বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১১ | প্রিন্ট

বিএনপি মহাসচিব ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন আজ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে মুঠোফোনে বলেন, দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ইন্তেকাল করেছেন। প্রবীণ এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বেশ কিছুদিন ধরে নিউমোনিয়া, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। পারিবারিক সূত্র জানায়, গুরুতর অসুস্থ অবস্থায় খোন্দকার দেলোয়ার হোসেনকে গত ৪ মার্চ এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেয়া হয়। ডায়াবেটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বিএনপি মহাসচিব গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর আনোয়ার হোসেন খান মডার্ন হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে ৩ মার্চ রাতে তাকে নগরীর স্কয়ার হাসপাতালে ভর্তি করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। খোন্দকার দেলোয়ার হোসেনের জীবন-বৃত্তান্ত বিএনপির মহাসচিব এডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন ১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি বর্তমান মানিকগঞ্জ জেলার ঘিওর থানার খিরাই পাঁচুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৭ সালে মানিকগঞ্জ হাইস্কুল থেকে ম্যাট্রিক ও ১৯৪৯ সালে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ থেকে আইএ পাস করেন। খোন্দকার দেলোয়ার ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ এবং ১৯৫৩ সালে এমএ পাস করেন। তিনি ১৯৫৫ সালে পাস করেন এলএলবি। ১৯৫৬-৫৭ সাল পর্যন্ত সিলেট মুরারি চাঁদ কলেজে অর্থনীতির প্রভাষক, ১৯৫৮-৬১ সাল পর্যন্ত ঢাকা সিটি নাইট কলেজে অধ্যাপনা করেন এবং ১৯৭৬-৭৮ সাল পর্যন্ত মানিকগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি মানিকগঞ্জ কে এন হোসেন ল একাডেমির অধ্যক্ষ এবং মানিকগঞ্জ জেলা বিএনপির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৫২ সালের মহান রাষ্ট্রভাষা আন্দোলনে অংশ নেন। পাকিস্তানি স্বৈরাচারী আইয়ুব শাহীর বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগদানের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ১৯৭৯ সালের সাধারণ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর খোন্দকার দেলোয়ার ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি মহাসচিব হওয়ার আগে তিনি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গ্রেফতার হওয়ার আগে তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করে প্রবীণ নেতা খোন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করেন। খোন্দকার দেলোয়ার ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বিএনপি মহাসচিব হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। স্ত্রীর নাম বেগম সাহেরা হোসেন। চার পুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, খোন্দকার আক্তার হোসেন জগলু, খোন্দকার আব্দুল হামিদ ডাবলু ও ডা. খোন্দকার আখতার হামিদ পবন। দুই মেয়ের নাম ডা. আখতারা খাতুন লুনা ও ডা. দেলোয়ারা হোসেন পান্না। তিনি ৫ম, ৬ষ্ঠ ও ৮ম জাতীয় সংসদের চিফ হুইপ, ৭ম জাতীয় সংসদের বিরোধী দল
ের চিফ হুইপ ছিলেন। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ন্যাপ থেকে ১৯৭০ সালের জাতীয় নির্বাচন অংশ নেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাক হানাদার বাহিনীর হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানিকগঞ্জে যে বিপ্লবী কমান্ড কাউন্সিল গঠিত হয় তিনি তার অন্যতম সদস্য ছিলেন। খোন্দকার দেলোয়ার হোসেন মানিকগঞ্জ আইনজীবী সমিতির পাঁচবার নির্বাচিত সভাপতি ছিলেন। সংসদীয় ও সরকারি কাজে তিনি ফ্রান্স, জাপান, সুইডেন, চীন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা, সুইজারল্যান্ড, শ্রীলংকা, ভারত, মরক্কো, কম্বোডিয়া, কানাডা, ফিজি, ফিলিপাইন, মেক্সিকোসহ প্রভৃতি দেশ সফর করেন। ২০০২ সালে তিনি সস্ত্রীক হজব্রত পালন করেন। ২০০২ সালে লন্ডনে সিপিএ (কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন) কনফারেন্সে যোগদান করেন। ২০০২ সালে মরক্কোর মারাকাসে আইপিইউর (ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন) ১০৭তম সম্মেলনে যোগদান করেন। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সিপি-এর ৪৯তম সম্মেলনে বাংলাদেশ সংসদীয় ডেলিগেশনের নেতা হিসেবে যোগ দেন। ২০০৪ সালে ইংল্যান্ডের উইলটন পার্ক সম্মেলনে যোগদান করেন। ২০০৫ সালে ভারতের রাজধানী দিল্লীতে পিপি-এর ভারত ও এশিয়া অঞ্চলের প্রতিনিধিদলের সম্মেলনে বাংলাদেশ ডেলিগেশনের নেতা হিসেবে যোগদান করেন।

For News : news@shadindesh.com
Facebook Comments Box
advertisement

Posted ০০:২৪ | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com