| বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১১ | প্রিন্ট
দলের মহাসচিব ও প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে ৫ দিনব্যাপী শোক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বুধবার নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ৫ দিনের শোক কর্মসূচি পালন করার কথা জানান। শোক কর্মসূচির মধ্যে আগামীকাল ১৭ মার্চ দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও কালো পতাকা অর্ধনমিত থাকবে। ১৮ মার্চ বাদজুমা দেশব্যাপী সকল মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় দোয়া-মোনাজাত করা হবে। ১৯ মার্চ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে। ২০ মার্চ দেশব্যাপী শোকসভা এবং ২১ মার্চ দলের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হবে। তিনি জানান, এছাড়া কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে শোকবই রক্ষিত হবে। সেখানে সর্বস্তরের মানুষ শোকবইতে স্বাক্ষর করবেন। ৫ দিনের এ শোক কর্মসূচিতে বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ কালোব্যাজ ধারণ করবে।
দলে
Posted ০০:৪৭ | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১১
Swadhindesh -স্বাধীনদেশ | admin