| বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
রাজনৈতিক প্রতিহিংসা ও প্রহসনের নির্বাচন পরিত্যাগ করে নির্দলীয় সরকারের নিকট ক্ষমতা হস্থান্তর করতে হবে- অধ্যাপক আব্দুল কাদির সালেহ
গত ১৬ই ডিসেম্বর রোজ সোমবার সম্প্রতি ইষ্ট লন্ডনস্থ আলহুদা ইসলামিক সেন্টারে খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় ৪৩তম বিজয় দিবসের আলোচনা সভা।
উক্ত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দীয় যুগ্ন মহাসচিব ও যুক্তরাজ্যের সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।
তিনি তাঁর বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন দেশের মানুষ যে কারণে দেশকে স্বাধীন করান জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল তার সুফল এখনও স্বপ্নই থেকে গেল। আজ স্বাধীনতার ৪৩ বছর পরও বাংলার সবুজ চত্বরে প্রকৃত সুখের সূর্য্য পূর্ব গগনে উদয় হয় নাই। বরং শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে এবং ক্ষমতাকে ধরে রাখার জন্য বিভিন্ন চক্রান্তের মাধ্যমে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ড্রামা পরিচালনা করে দেশের মানুষকে এক অশান্তি সগরে নিক্ষেপ করে প্রতিটি মানুষের হৃদয় থেকে রক্তকরণ করাচ্ছে। আজ বিজয় দিবসের শপথ হবে মজলুম মানুষের মুক্তির জন্য মানবতা উদ্ধারের সংগ্রাম, দেশের স্বাধীনতা রক্ষার জন্য নব্য স্বৈরাচারী ও স্বৈরতন্ত্রের বিরোদ্ধে স্বাধীনতা সুরক্ষার সংগ্রাম। তিনি বর্তমান সরকারের উদ্যেশ্যে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও প্রহসনের নির্বাচন পরিত্যাগ করে নির্দলীয় সরকারের নিকট ক্ষমতা হস্থান্তর করে দেশ ও মানুষের নিরাপত্তায় এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস যুক্তরাজ্যের সাধারন সম্পাদক আলহাজ সদরুজ্জামান খান।
এতে আর বক্তব্য রাখেন, খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সভাপতি মাওলানা তায়ীদুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল মালিক ও মুহাম্মাদ অলি আহমাদ প্রমুখ।
জনাব সদরুজ্জামান খান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার তার বৈশিষ্ট্য ও স্বভাব অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কারন তারা যে ভাবে ক্ষমতায় এসেছিল, সে লগি-বৈঠার ধারাবাহিকতায় তার সরকারের কাজকে পরিচালনা করছে মুখে তাদরে গণতন্ত্র কিন্তু কাজে তাদের গনতন্ত্রের নামে স্বৈরতন্ত্র I
সদরুজ্জামান খান দেশবাসীকে মুক্তিযোদ্ধের পক্ষে, মানবতর পক্ষে ও মজলুম মানুষের পক্ষে এগিয়ে আসার আহবান জানান I
Posted ০০:৩৮ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin