নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে বাজেভাবে ব্যর্থ হয়েছে দুর্দান্ত ঢাকা। টানা হারের বৃত্তে আটকে আছে দলটি। ফলে টুর্নামেন্ট থেকেও বিদায় নিশ্চিত হয়েছে আগেই। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামছে দলটি। খুলনার বিপক্ষে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ।
এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল ঢাকা। তবে এরপর টানা ৯টি ম্যাচেই হেরেছে তাসকিনের দল। ১০ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে দলটি।
এদিকে আসরের শুরুতে দারুণ ছন্দে ছিল খুলনা। টানা চার ম্যাচ জিতে দারুণ কিছুর বার্তা দিয়েছিল এনামুল হক বিজয়ের দল। তবে এরপরই ছন্দপতন। টানা পাঁচ ম্যাচ হেরে এখন আসর থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে দলটি।
ঢাকা একাদশ: নাঈম শেখ, অ্যাডাম রসিংটন, সাইফ হাসান, অ্যালেক্স রস, শন উইলিয়ামস, ইরফান শুক্কুর, মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু, চতুরঙ্গ ডি সিলভা, তাসকিন আহমেদ (অধিনায়ক), শরিফুল ইসলাম।
খুলনা একাদশ : এভিন লুইস, এনামুল হক বিজয় (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, ওয়েইন পারনেল, মুকিদুল ইসলাম,আরিফ আহমেদ, শাই হোপ, পারভেজ হোসেন ইমন, নাহিদুল ইসলাম, ওশেন থমাস।
Posted ০৮:৪১ | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain