নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪ | প্রিন্ট
খুলনার জিরোপয়েন্ট এলাকায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের প্রতিহত করার চেষ্টা করে। তবে ছাত্র-জনতা একত্রিত হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে তারা পিছু হটতে বাধ্য হয়। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
শুক্রবার দুপুর ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ জন আহত হয় বলে শিক্ষার্থীরা দাবি করেন। সংঘর্ষ চলাকালে খুলনা-ঢাকা ও খুলনা-সাতক্ষীরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানায়, দুপুর পৌনে ৩টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয় পুলিশ। উত্তেজিত শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিয়ারশেল ছুড়তে ছুড়তে জিরোপয়েন্টের দিকে চলে যায়। শিক্ষার্থীরাও একত্রিত হয়ে পুলিশকে ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও ছাত্র-জনতার মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ জিরোপয়েন্ট থেকে আরও পিছু হটে খুলনা-রূপসা বাইপাস রোডে হরিণটানা থানার গেটে অবস্থান নেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানেও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়তে থাকে। পরে টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বিকাল সাড়ে ৪টার দিকে ‘পুলিশ আর গুলি চালাবে না’ বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা জিরোপয়েন্ট মোড়ে ফিরে আসে।
Posted ১৬:২০ | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain