| মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান জানিয়েছেন, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগজি হত্যার সময়ের অডিওরেকর্ডটি এতটাই রোমহর্ষক যে সেটি শুনে সৌদি আরবের এক গোয়েন্দা কর্মকর্তা রীতিমত ভীত হয়ে পড়েছিলেন। মঙ্গলবার তুরস্কের একটি সংবাদমাধ্যম এই তথ্য জানায়।
গত ২ অক্টোবর সৌদি রাজতন্ত্রের সমালোচনাকারী সাংবাদিক খাসোগজি ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন। সেসময় এরদোগান অভিযোগ করেন, সৌদি সরকারের উচ্চপর্যায়ের নির্দেশেই হত্যা করা হয় খাসোগজিকে।
এরদোগান বলেন, প্যারিস সফরে গিয়ে তিনি খাসোগজির হত্যাকা- নিয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মান নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানান, ‘যেসব দেশ আগ্রহ দেখিয়েছেন আমরা প্রত্যেককেই অডিওরেকর্ডটি সরবরাহ করেছি। তুরস্কের গোয়েন্দা বিভাগ কোনকিছুই গোপন করেনি।’
এরদোগান বলেন, অডিওরেকর্ডটি এতটাই ভয়াবহ যে সৌদির একজন গোয়েন্দা কর্মকর্তা সেটি শুনে বলেছেন, ‘একমাত্র হেরোইন (মাদক) গ্রহণ ছাড়া এমন ভয়ঙ্করভাবে কেউ কাউকে হত্যা করতে পারে না।’ রয়টার্স
Posted ১৫:১১ | মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain