| মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
হাইকোর্ট জানিয়েছেন, বিচারিক আদালতে দুই বছরের বেশি সাজা হলে আপিল বিচারাধীন থাকা অবস্থায় কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না।
মঙ্গলবার (২৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম হাফিজুল আলমের সম্বন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ কথা জানানো হয়।
এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে অবস্থান করছেন খালেদা জিয়া।
এদিকে সোমবার বিএনপির থেকে বগুড়া ৬ ও ৭ এবং ফেনী-১ আসন থেকে তার মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। পূর্ব-পশ্চিম
Posted ১৩:৫৯ | মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain