নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খালাস দিয়েছেন আদালত।
আজ ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত মামলাটি খারিজ করে তাদের খালাস দেন।
আজ এই মামলার ধার্য তারিখ ছিল। তবে এ নিয়ে মামলার বাদী এবি সিদ্দিক ২০ বার আদালতে অনুপস্থিত রয়েছেন। পরে আদালত মামলাটি গড়হাজির দেখিয়ে খারিজ করে দেন এবং আসামিদের বেখসুর খালাস দেন।
Posted ০৯:৪৫ | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain