| সোমবার, ১৭ মার্চ ২০১৪ | প্রিন্ট
নিউ ইয়র্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের মুক্তি দাবি করেছে যুক্তরাষ্ট্রস্থ প্রবাসী দাউদকান্দিবাসী। ১৬ মার্চ রোববার বিকেলে (বাংলাদেশ সময় সোমবার সকালে) নিউ ইর্য়ক সিটির বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটেসের ‘ড্রাইভার সিটি প্লাজায়’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশের আয়োজন করেন ‘ড. মোশাররফ হোসেন মুক্তি পরিষদ যুক্তরাষ্ট্র শাখা’।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার শান্ত দাউদকান্দিকে অশান্ত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে ড. খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে। আমরা প্রবাসীরা এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।
বক্তারা দাউদকান্দির প্রাণপুরুষ সাবেক সফল মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, আব্দুস সালামের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন আমেরিকা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, ড: মোশাররফ হোসেন মুক্তি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক আল আমিন সুমন, সদস্য সচিব মামুন হোসেন বিপ্লব, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কুমিল্লা দ্বেবীদার কলেজের সাবেক ভিপি জহিরুল ইসলাম মোল্লা, যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা জসিম উদ্দিন ভিপি , বিএনপি নেতা ড. এস এ শেলী, যুক্তরাষ্ট্র মহিলা দলের নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন।
উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ সংগঠন ও ড. মোশাররফ হোসেন মুক্তি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার নেতাদের মধ্যে এমদাদুল হক কামাল, সিরাজুল ইসলাম খান, মনির হোসেন, নুর মোহাম্মদ আব্দুল মুঈদ, শেখ হায়দার আলী, এবাদ চৌধুরী, রফিক উল্লাহ রনি, হাসানুল কুদ্দুস তুহিন, আব্দুল হান্নান, হাবিবুর রহমান সরকার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম, জামাল হোসেন প্রমুখ।
Posted ১৫:৩৭ | সোমবার, ১৭ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin